এ পৃথিবীর তরে ভাষার ভূবণে
দিয়েছে যারা নিজেদের প্রানখানি।
মানুষ রূপে দেবতা তারা
শ্রেষ্ঠ তাদের দান।
তাদের জন্য বিশ্বে বাঙালি
পেয়েছে তাদের মান।
বাঙালীর হৃদয়ে থাকবে
তারা হয়ে চিরো অম্লান।
নিজের কথা ভাবেনি তারা
রাখতে ভাষার মান।
চারিদিকে সেই দিন মুখরিত ধ্বনি  
ছাড়বো না মোরা নিজেদের বুলি।
অবিচারে হয় অগ্নিবর্ষনে ভাই
রঞ্জিন্ত করে ছিলো এ ভূমি।
সেই রক্তে আহত ভাষা
ফিরে পেয়েছিল প্রাণখানি।