ভোরের আলো ফুটার পরে
যেমনি ভাবে আঁধার কেটে
একটা ভালো বই পড়লে
জ্ঞান প্রতিভা বৃদ্ধি করে।

একটি ভালো মানুষ যেমন
সবার জন্য ভাবতে পারে
অহংকার আর হিংসা ঠেলে
সবার সাথে মিশতে পারে।

একটা ভালো বন্ধু তেমনি
সব বিপদে পাশে থাকে
চোখের আড়ালে থাকার পরেও
মনের মধ্যে সদা রাখে।

একটা ভালো গুরুই পারে
সঠিক পাথের দিশা দিতে
হার জিতের হতাশা ভুলিয়ে
জীবন গুছানোর মন্ত্র দিতে।

জীবন পথে চলতে গেলে
একটা সৎ মানুষের সঙ্গ লাগে
ভুল ধরিয়ে চোখ রাঙিয়ে
ভয় দেখানো মানুষ লাগে।