ভালোবাসি বড় বেশি
তোমায় ভাবি দিবা নিশি
তার জন্য দিচ্ছ তুমি
উপহাসের মিষ্টি হাসি।
ভালোবাসি বড় বেশি
অবহেলাতে ও ফিরে আসি
চোখের তারাই তুমি যতি
মনের মাঝে আঁকা ছবি।
ভালোবাসি বড় বেশি
দেখতে তোমার সিন্ধ হাসি
তোমার খুশিতে আমি খুশি
প্রকাশ করার হয়েছি দোষী।
ভালোবাসি বড় বেশি
বাসি ভালো বেশি বেশি
তাইতো ভাবো আমি আধুলি
আবহেলা করছ খুবি।
ভালোবাসি বড় বেশি
আসলেই আমি অপরাধী
বেশি ভালো বাসা হয় এমনি
যন্ত্রণা দেয় খুবি।