আমি তোমার জীবন জুড়ে বিরহ হতে চাইনি
আমি তোমার নয়ন জুড়ে স্বপ্ন সাজাতে চাইনি
আমি তোমার হৃদয় ঘিরে ব্যাথা হতে চাইনি
আমি হলাম ব্যার্থ মানুষ, সুখ দিতে শিখিনি!
তাইতো তোমার ভালোবাসিতে উত্তরটাও দিনি!
দুঃখ পেলে ঘ্রিনার ঘোরে তুমিও এদিন ভুলে যাবে
আগ্রহটা ফুরিয়ে যাবে অভাব আর অভিযোগে
আজকে তুমি যত কাছে সেদিন যাবে আরো দূরে
পেয়ে হারানো ক্ষত গভীর,না পাওয়াতে স্বপ্ন রঙিন
আমি হলাম ব্যার্থ মানুষ,খাবার ছাড়াই রাত কাটে।
কী করে বলো, এমন মানুষ ভালোবাসার সাহস যোগায়?
আজ সমাজ খোঁজে প্রতিষ্ঠিত সুদর্শনা মুখ
আমার জন্য এই সমাজে কোথায় বলো সুখ!
রণক্ষেত্র মনটা আমার দগ্ধ হৃদয় পুড়ে
নিজের জন্য রাখিনি সময় তবু্ও আমি দূরে।
আমায় ভালোবেসে তুমি দুঃখ নিওনা কিনে
সুখের জীবন দুঃখ সাগরে ভাসিওনা এমন করে।