তোমার আমার ভালোবাসার বন্ধন
চিরকাল থাকুক অটল,
দুরত্ব থাকুক শতকোষ তবুও
গুরুত্ব থাকুক সচল।
রাগ অভিমান ঝগড়া যদি
হয় গো কথার ছলে,
ত্যারা ত্যারা কথা বলিও
তবুও যেওনা ছেড়ে।
কেউনা জানুক, কেউ না বুজুক
তুমিতো জানো সবি,
তুমি আমার কতোটা জুড়ে আর
কতোটা ভালে বাসি।
রাগের সুযোগ নিয়ে যদি
যাও গো কভু ছেড়ে,
আমায় তবে বেসো না ভালো
মিথ্যা মায়া দিয়ে!!
ভুল করলে শাসন করো
একলা ঘরের কোণে।
তবুও এমনি করেই ভালোবেসে
রেখো তোমার মনে।