ভালোবাসার মাঝে যদি অভিমানের
মেঘ জমে উঠে, কিছু দিন পরে
রাগ অভিমান ভুলে সে
যদি আবার আসে ফিরে।
অভিযোগের খাতা বন্ধ করে
দুই হাতে আবার শক্ত করে
জড়িয়ে ধরো তুমি তারে।
অভিমানতো সেই করে
অবিরাম যে ভালো বাসে ।
যাকে ভালো বাসো তাকে
আগলে রাখো জীবনের পথজুড়ে
হয়তো একটু কষ্ট হবে
তবুও রবে একি সাথে।
অভিমানটাকে যদি দেখো বড় করে
পাশাপাশি রবে দুজন এক আকাশের
তলে শত ক্রোষ হয়ে দূরে।
সুখ দুঃখের মাঝে অভাব অভিযোগ মুছে
ভালোবাসাকে যদি আঁকড়ে রাখো ধরে
তবেই ভালোবাসা পূর্ণতা পাবে।