বর্ষার বৃষ্টিকে বেসেছিলাম ভালো
আগলাতে চেয়েছিলাম দু'হাতে ধরে
দিন শেষে চলে গলো ঠান্ডা জ্বর দিয়ে।
শরৎের কাশফুল ধরেছিলো মনে
হাতে নিতে হাওয়ারা সব নিলে কেরে।
হেমন্তের প্রেমে মুগ্ধ আমি, সন্ধ্যা যখন আসে
শিউলি বকুল মল্লিকারা শাখায় তখন ফোটে
বৃক্ষ পানে চাহিয়া দেখি বৃক্ষ তখন কাঁদে
পাতা হারাবার শোকে আমার শখের পুষ্প
ঝড়ে গেছে আলো ফোটার সাথে।
শীত সকালকে ভালোবেসে রস গেয়েছি খেতে
গিয়ে দেখি রসের হাঁড়িতে পাক্ষি গোসল করে।
অলিরা যখন ফুলে ফুলে বসন্তের দিলো ডাক
কোকিলের কূজনে মাতোয়ারা দুপুর
রঙে রঙে রঙিন হলো পথের সকল ধুলা
আমিও তখন হয়ে গেলাম বসন্তে মাতোআরা।
তাইতো আমি বসন্তকে করতে চাইলাম সঙ্গী
বসন্ত তখন পালিয়ে গেলো গ্রীম্মে হলাম বন্দী।