এ সমাজে পদে পদে করছো যাকে ছোটো
একবার তুমি ভেবে দেখো তার অবদান কত।
আজকে যাকে গরিব ভেবে করছো সদাহীন
তার জীবনেও বাজতে পারে সুখের কোনো বীন।
গরিব ধনী করোনা ভেদাভেদ কভু
তোমার আঁখি ডোরে।
সে-ও একদিন আসবে দেখো
তোমার ব্যাথায় ছুটে।
জীবনতো নদীর মত হয়!
সময়ের সাথে হয় পারাপার।
একবার বিবেক দিয়ে যদি তুমি ভাবো,
দেখতে পারবে তুমি কত শত
ঋণের বুঝায় ডুবে আছো।
যাকে তুমি কথায় কথায় করছো অপমান
এসমাজের সুখ গড়ায় আছে তারও অবদান।