সব হারানোর পরে যে জন,
নতুন করে খোঁজে
মরা মরা হৃদয়কে ঘিরে
আকরে আবার  বাঁচে।

সেইতো হলো এই ধরণীর
সবচেয়ে মহা জ্ঞানী
শিখলো যে জন জীবন থেকে
হইলো জ্ঞানের রানী।

দুঃখের দিনে  বিষাদ মাঝে
বিজয়ের সুর বাজে
পিছন ফিরে না তাকালেই
জয়ের কেতন পাবে।

বাঁচার মানে সেইতো বোঝে
যে জন গেছে মরে
ঠেকে ঠকে শিখলো যে জন
আর কে হারায় তারে।