তুমি বলেই সঙ্গী হব
ছাড়বো সকল নেশা
তুমি বলেই ভুলে যাবো
অভিমান যত আছে পোষা।
তুমি বলেই জোনাকি আনবো
হাতের মুঠোয় পুরে
অন্ধকারে আলো ছড়াবে
তোমার চারপাশ ঘুরে।
তুমি বলেই ডুব দেবো
নীল সাগরে জলে
তোমার জন্য আনবো কুরিয়ে
শামুক মুক্তা হিরে।
তুমি বলেই হারিয়ে যাবে
নাহি আসবো ফিরে
তুমি বলেই থেকে যাবো
ছায়া মতন করে।