কেনো ছুড়লো গুলি স্বৈরাচারী
জালিম সেনার দল?
কেনো দোষে মারলে বারি বিদ্যাপীঠে
কে করেছে আদেশ জারি?
কোথায় পেলো হিংস্র হওয়ার বল!
কেনো আজ মেধাবীদের হত্যা করে
জেল জুলুমে বন্দী করো?
ছাত্র জনতা ভুল কী ছিলো
চাইছি শুধু অধিকার গুলো?
কেনো আজ পথে পথে রক্তের দাগ
থাকবে লেগে, এমনি করে?
আমি কার কাছে চাইবে ইনসাফ
আমি সাধারণ এক প্রজা।
আমি অন্ধ হয়ে বোধির সেজে
যে মুকুট রেখেছি মাথায়
সেই মুকুট আজ হিসাবহীন
খেয়ে চলেছে মেধা।
আর কত ঝরলে রক্ত আমার
পাবো এই বাংলায় স্বাধীনতা।