আজও আছি তোমার বিরহে ঘোরে
মৌনা নিঝুম রাতে ঘুমায় সবে
আমি শুধু আছি নিশাচর হয়ে।
যেদিন এই তিমিরো ভূবণে
গেয়েছিলে মোরে ছেড়ে
আহত পক্ষি সম হয়েছে হৃদয় মম
অশ্রু ঝরে আঁধার রজনী এলে।
কত স্মৃতি ভেসে আসে আঁখি জুড়ে
কত কথা কাটা হয়ে ওঠে মনে।
কত ব্যথা অভিমানে হৃদয় জ্বলে
কত আশা মরে গেলো হাহাকারে
কত নিশিকেটে যায় কল্পনার ঘোরে
তবুও তুমি দেখলেনা প্রিয় এলেনা ফিরে।
তোমাকে ঘিরেই যাতনা সবে
রয়ে গেলে তবুও তোমারি অগচরে।
বুঝলেনা প্রিয় এই হৃদয়ে সর্বত্রে
তোমার অস্তিত্ব আছে কতটা জুড়ে ।