এ বিশাল ত্রিভূবনে সবাইতে লোভ করে
সেখানে আমিতো এক ক্ষুদ্র মানবী
তাই আমিও লোভ করেছিলাম তোমার
জীবনের সাথে আমার একাকী জীবনটা বাঁধার।
তাইতো সেদিন তোমার কাছে চেয়েছিলাম
একটুকরো ভালোবাসা নামের সোনালী কিরণ,
যার আলোয় আলোকিত করতে চেয়েছিলাম
আমার এ অন্ধকার ভূবণ।
তোমার কথায় তোমার হাসিতে আমার
সব ক্লান্তি, চিন্তা দূর হয়ে যেতো বটে
তোমার রাগে আমারও অভিমান হত খুব
এ কথা তুমি কখনোই বোঝোনি।
তুমি বলেছিলে পৃথিবীতে টাকা থাকলে
একদিন সব পাওয়া যাবে।
আমায় ভালো থাকতে বলে তুমি
আমার সব স্বপ্ন ভেঙে পাড়ি জমালে
তুমি ভালো থাকার এক নতুন পথে বেছে
আসলে সেদিন তুমি আমায় ভালোবাসোনি।
শুধু বেঁধে ছিলে তোমার মায়ায়
সেদিন যে অর্থ তোমাকে আমার
হতে দেইনি সে অর্থ আমি আজ ঠিকি
অর্জন করতে পেরেছি জানো।
শুধু তোমাকে পাওয়ার যে সুপ্ত বসনা
আমার ছিলো তার পূর্ণতা মেলেনি।