কখনো জানতে চাওনি আমার
লুকানো মনের কথা,
কখনো চাওনি মাপতে তুমি
আমার মনের গভীরতা।
কতটা ভালো বাসি তোমায়
তোমার প্রতিকতটা দূর্বলতা,
ক্যারিয়ারের প্রতি ব্যাস্ত তুমি
গেমে সময় নষ্ট হয়নি।
নদী দেখতে ব্যাকুল হতে
সেখানে যাওয়ার সময় পেতে,
আমার নয়নে যে সাগর পুসি
আঁখি তুলে তুমি দেখনি।
বলতে তুমি কথার ছলে
আমি ভারি বেখেয়ালি,
কতটা যে ভালোবাসি সেটা
তুমি কখনো বোঝোনি।