আমার মত কে তোমাকে
বাসবে এতো ভালো
তুমি আমার মন বাগিচার
শিশির ভেজা আলো।
যেমন করে পদ্মা ফোটে
আষাঢ় মাসের কালে
যেমনি করে জোছনা ওঠে
দূর গগনটা জুড়ে।
আলোয় আলোয় ভরিয়ে দেয়
সারা ভূবণটা কে
ঠিক তেমনি তোমার জীবন
করবো আলোকিতো।
তুমি শুধু ভালো বেসে
আমার পাশে থেকো
তোমার জন্য হতে রাজি
পাহাড়ের ওই চূড়া
তোমার জন্য আনতে পারি
দূর গগনের তাঁরা।
তোমায় পেলে ধন্য হবো
আত্মতৃপ্তি নিয়ে!
তুমি কী আমার প্রথম প্রেম
শেষ ভালোবাসা হবে?