তোমায় আমি ভালো বাসি
নিজের থেকেও অধিক,
তোমার সাথে হতে চাই
চলার পথের পথিক।
তোমায় নিয়ে সাজাবো আমি
আমার ছোট ঘর,
মরণ ছাড়া হবনা কভু
কেউতো কারো পর।
তোমাকে আমি রাখবো করে
আমার মনের রানী,
তোমায় পেলে পূর্ণ হব
এটাই শুধু জানি।
তোমার সুখের পরশ ওগো
আমি যেনো পাই,
সারা জীবন ওগো তোমায়
আমার পাশে চাই।
তোমার মনে একটু শুধু
আমায় দিও ঠাঁই,
তোমায় ছাড়া এ জীবনে আর
কাউকে নাহি চাই।