যদি দূরে যাও চলে, তবুও মনে রেখো মোরে
স্মৃতি শহরে কিনবা ঘ্রিনার খাতা জুড়ে
যেখানে তোমার মনের মাধুরী রয়েছে মিশে
তুমি সেখানেই হারাও, যেথায় তৃপ্তির পূর্ণতা মেলে।
শত সহস্র কোষ দূর দূরান্তে নীল গগনের উপরে
দুজন যদি রয়ে যায় দুই ভুবনে তবুও মনে রেখো
কেউ অসম্ভব ভাবে আজও ভালোবাসে আড়ালে
নিঃশব্দে আপন মনে আগলে রাখে গোপনে।
যদি তোমার এই নব রঙিন পথে ক্লান্ত দুপুরে
কিংবা গভীর রজনীর মাঝে একাকিত্ব লাগে
তবে মনেরেখো ছায়াসঙ্গী তোমারো আছে
সব ব্যাস্ততার মাঝে সে-ও তোমায় ভাবে।
যদি সব উল্লাসে মেতে ওঠে মন পূর্ণতা নিয়ে
আঁখিতে আঁখি না হয় রাখা আর কভু ক্ষণে
তবুও মনে রেখো মোরে যেওনা কভু ভুলে।