এক দুই তিন
দুঃখের পরে আসে সুখের দিনে।
চার পাঁচ ছয়
যদি না করো ভয়,তোমার হবে জয়।
সাত আট নয়
মিথ্যার আছে ক্ষয়, সত্য সদা রই।
একের শূন্য দশ
পড়ালেখায় দিলে মন পাবে নাম যশ।
এগারো বারো তেরো
পিছের কথা ভোলো ভবিষ্যতে চিন্তা করো।
চৌদ্দ পনেরো ষোলো
নিন্দা গিবত ছাড়ো, আপনার কাজ করো।
সতেরো আঠারো ঊনিশ
পরের জিনিস না বলে তা করো না ভেনিস।
দুইয়ের শূন্য কুড়ি, জীবন রঙিন ঘুড়ি।