সবি একদিন হারিয়ে যায় রেখে যায় স্মৃতি
এ জেনো পৃথিবীর এক চিরন্তন রীতি
পড়ালেখা বন্ধ করলেই হারায় বন্ধু সাথী
বাধ্যকে হারিয়ে যায় চলাফেরা গতি।
ভালোবাসা হারিয়ে যায় অভাব অভিযোগে
কাছের মানুষ পর হয়ে যায় নানান অজুহাতে
আত্মীয় স্বজন হারায় না যোগাযোগের সাথে
ভাইয়ে ভাইয়ে মিল থেকে যায় বিয়ে হবার আগে।
চলার পথের বন্ধু হারায় গন্তব্যের শেষে
অনলাইনের বন্ধু হারায় নতুন সঙ্গী পেলে
পিতা মাতাও হারিয়ে যায় বাধ্যেকের পরে
কিছু মানুষ হারিয়ে যায় চাওয়া পাওয়া ভিরে।
চাঁদের আলো হারিয়ে যায় আমাবস্যার রাতে
জীবন প্রদিপ নিভে যায় আয়ুর সাথে সাথে
খাল বিলও শুকিয়ে যায় গ্রীষ্মকালের রোদে
সুখের ঘুমও  হারিয়ে যায় চিন্তা চেতনাতে।
গাছের পাতা ঝড়ে পরে শীতের আভাস এলে
মনের শান্তি হারিয়ে যায় রোগশোক আর রাগে
অফিসটাও পর হয়ে যায় রিটার্ন হবার পরে
সব হারানোর শেষে শুধুই স্মৃতি বেঁচে থাকে
স্মৃতির মায়ায় তবু্ও হৃদয় নিরবতায় কাঁদে।