সময়ের গতি চলে নিরবধি
সময়কে কখনো যায় নাতো বাঁধা
নিঃশ্বাসের সাথে চলে সময়ের কাঁটা
সময়ের কাজ যদি সময়ে হয়
জীবনে তখন আর থাকে না ভয়।
আর যদি সময়ের কাঁটা হয় নরচর
আঁধার ঘনিয়ে আসে দিন রাত ভোর
মাথা ঘুরে যায় বুক করে ধরফর
সেই সময় আর কিছু আসেন নাতো মনে।
চিন্তারা এসে সব যানযট করে
অশ্রুরা দুই চোখে করে গড়াগড়ি
সময়ের সাথে যদি কর বেইমানি
এজীবন হয়ে যাবে মরুভূমি।
সময়তো স্রাতের মতো যায় ভাই চলে
যে সময় চলে যায় আসে নাতো ফিরে
সময়ের আছে আরো কিছু গুণ
সময় চিনিয়ে দেয় সুজন -কুজন
সময়ের ব্যবহার কর যদি ঠিক
তবেই জীবন হবে পুষ্প রঙিন।