এ সমাজের সভ্যতা গড়তে যারা
নিজের রক্ত করেছে জল
তাদের কভু নিচুজাত বলে
দিওনা গালি,ভেবো না হীনবল।
যুগ যুগ ধরে নিচুজাতের পিঠে চেপে
এ সভ্যতা উঠেছে গড়ে
তবুও পায়না তারা প্রাপ্য সম্মান
পদে পদে হচ্ছে শুধুই অপমান।
এ সমাজের মধ্যমণি হওয়ার পিছে
থাকে যেমন তোমার পিতা অবদান।
গুরু যদি হয় তোমার জ্ঞান সাধ্যেনের দিশারী
তবে শ্রদ্ধা কর তাকে আগে
যে তোমাকে পৌঁছে দেয় গুরুর দরজায়।
কুলি-মুচি বলে যাদের করছ হীন
ভেবে দেখো তাদের জন্য লাগেনা
তোমার চরণে কভু ধুলো
তাদের জন্য সেজে থাকতে পারো
আজ সাহেব বাবু।