প্রকৃতিতে সব ফুল ফুটেগেলে
যেমনি ভাবে শুরু হয় ফুল ঝরা।
তেমনি ভাবে একটা মানুষের সম্পর্কে
সব কিছু জানা হয়ে গেলে, তার
সম্পর্কে মানুষের জানার আগ্রহ
আর আগের মত থাকে না।
তখনি শুরু হয় একটু একটু অবহেলা
তিলে তিলে গড়া সম্পর্ক নষ্ট হয়
অভিমান আর অভিযোগের ভেলায়।
দুটি মানুষ তখন ক্রমসেই শুধু
দূরে সরে যায় হয়ে ওঠে
এক সময় বিরক্তির বিভীষিকা।
নিজেকে খোলসের আবরণে আবৃত করে
রাখতে পারলে আপনিও দূরে যেতেন না,
কারণ আগ্রহ থাকলে কেউ পর হয়না ।
খুব বেশি চেনা জানা হওয়ার পরেই
সব মানুষই হয়ে ওঠে অচেনা।