আমি আপনার প্রেমে পরিনি
পরে ছিলাম আপনার মায়ায়,
যেখান থেকে ফেরার কোনো
রাস্তা নেই, নেই কোনো উপায়।
আগুন দিয়ে যেমনি ভাবে
পাথর পুড়ানো যায় না,
আপনার জন্য, জন্ম নেওয়া মায়া
মৃত্যু ছাড়া শেষ হবে না।
কী অদ্ভুত অনুভূতি তাই না?
যাদের জন্য মায়ার জন্ম হয়
তারাও এর মর্ম বুঝে না।
আবার এক জীবনে সবার প্রতি,
সবার মায়া হয় না।