বিশ্বাস আর নিঃস্বাস হারালে আসেনা ফিরে
এই কথাটা সবাই জানে কিন্তু কেইবা রাখে মনে?
মেঘ বিহীন বৃষ্টি ঝরে কত মানুষের চোখে,
আবহাওয়া নয়তো মানুষ, তবুতো যায় সে বদলে।
নিজের কথা ভাবার আগে, যে অন্যের কথা ভাবে
তাদের সবাই পাগল বলে এই সমাজে ডাকে!
দুঃখ ঢাকতে যেই মানুষটা বেশি বেশি হাসে
তার হাসিটা দেখলে মানুষ হিংসে মেতে উঠে।
সত্য কথা যে মানুষটা সকল সময় বলে,
তার পিছনে শত্রুরা সব লেগেই থাকে ভবে।
স্বপ্ন দেখাতে সবাই পারে কেইবা কথা রাখে?
কারণ বিহীন কয়না কথা কেউতো কারো সাথে।
বিশ্বাস করে রাখলে ধরে, সেই দেবে আঁধারে ঠেলে
যার জন্য মন খারাপ করে সে থাকবে দূরে দূরে।
যার জন্য মায়া ঝুড়ি সে কাঁদাবে বেশি বেশি
এমন ভাবে বলবে কথা ভাববে তুমি নিজেই দোষী।
বিশ্বাস আর নিঃস্বাস হারালে আসেনা ফিরে
এই কথাটা সবাই জানে কিন্তু কেইবা রাখে মনে?