শরৎকালে শিউলি ফোটে
চলরে সখী ফুল কুড়াতে।
দুবলা বনে খালি পায়ে
শিশির ভেজা পথ দিয়ে।
পাখপাখালি জাগার আগে
শেফালি ফুলের মালা পড়ে
হাঁটতে যাবো বিলের ধারে।
রোজ বিকেলে নীল আকাশে
সাদা মেঘের মেলা বসে।
বিলের জলে পদ্মা ভাসে
সেই খুশিতে নৃত্য করে
কাশফুলেরা হেলে দুলে।
কৃষাণ বাবু কাঁচতে হাতে
ধান কাটছে মনের সুখে
গীত ধরেছে গলা ছেড়ে।
দক্ষিণা হাওয়ার সাথে সাথে
পিঠাপুলির ঘ্রাণ ছড়িয়ে গেছে।