দেশ নিমিত্তে কজন করে
স্বদেশ স্বজাতির কাজ
অন্যের ঘারে দোষ চাপাতে
কেউ পায়না লাজ।

দেশের তরে বাঁচি মোরা
দেশকে ভাবিনা মা
দেশের সম্পদ বিদেশে গড়ে
নিজেকে বানাই কোর্ফা।

দেশ দুর্যোগে কাঁদেনা যার
নিজো প্রাণ খানি
কে বলে মানুষ তারে
এই ত্রিভূবণ জুড়ি।

হাতে প্রাণে আমরা যদি
দেশের তরে খাঁটি
বাংলা হবে বঙ্গের বিষ্ময়
এক রূপসী নারী।