পথের বাঁকে শীত সকালে
পিঠার মেলা বসে
কুয়াশার চাদর গায়ে দিয়ে
সূর্য মামা ওঠে।
কথার সাথে ধুয়া ভাসে
মুখ গহ্বর থেকে
ঝাঁকে ঝাঁকে বিলের জলে
অতিথি পাখি বসে।
শীত পোশাক গায়ে জড়িয়ে
পথিক পথে হাঁটে
খেজুরের রস খেয়ে খোকন
থরথর করে কাঁপে।
জোয়ান বৃদ্ধ এক সাথে
আগুনে হাত ছাঁকে
রাস্তায় চলা গাড়ি আলো
জোনাকির মত জ্বলে।