সোনার বাংলা গড়ার তরে
স্মরণীয় যার নাম
তিনি এদেশের মহান নেতা
অবিস্মরণীয় তার দান।
নিজের জীবন রেখে বাজি
স্বপ্ন দেখতেন স্বাধীন বাংলার
তার সমতুল্য নেতা আর কভু
জন্মনেবে না এই বাংলায়।
তোমার ডাকে জনঢল নেমেছিলো
রেসকোর্স ময়দান জুড়ে,
রাজত্ব চাওনি তুমি চেয়েছিলে
স্বাধীন বাংলা ফিরে।
তুমি বীর, তুমি মহীয়ান
তুমি স্মরণীয়, তুমি বরণীয়
হে জাতি জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান।