সবুজ বাংলায় মুক্ত আকাশে
লাল সবুজের নিশান উড়াতে
সংগ্রাম করেছিলো দামাল ছেলে
পাকিস্তানি বাহিনী বিরুদ্ধে অস্ত্র ধরে।
শুন্য হয়ে ছিলো শত জননীর কোল
বাংলা হয়ে ছিলো রক্ত শরবর,
সেদিন লাশের মিছিলে সারা বাংলায়
হাহাকারের করুণধ্বনি উঠেছিলো বেজে।
আহত হয়েছিলো দুঃখীনি মায়ের মন
হারিয়ে একমাত্র বুকের ধন
নয় মাস এই আঁধার রজনী ধরে
সম্মান হারালো শত নারী অগোচরে।
শত্রু রুখতে প্রেরণা জোগালো
সাহসী এক বাঙালি বীর
স্বাধীন এদেশ গড়তে জীবন দিলো ত্রিশ লক্ষ সৈনিক।