শ্রাবণের রং
রুমানা আক্তার রত্না

রং পাহাড়ি ইচ্ছে নদীর দেশে
ঐযে দেখ রঙ্গিন পুষ্প ফোটে
শ্রাবণ মাসের মেঘে ঘন আধার নামে
আকাশ হতে বাড়ি ধারা ধরণীতে নামে।

কদম কিয়ার সুবাস তখন
মুখর হয়ে উঠে
কৃষ্ণচূড়া স্বর্ণচাঁপা দিগন্তে
সব ফুটছে রাশি রাশি।

রোজ সকালে সূর্য মামা
দিচ্ছে রঙ্গিন হাসি
গাছ গুলোর সব নতুন পাতা
ছায়ায় ঘেরা সবুজ বন।
মাতাল হাওয়া বয়ছে যে
ভাই উঠছে ভরে মন।

পাখ-পাখালির কিচির মিচির
সকাল সন্ধা জুড়ে
কাঁঠবিড়ালী ঝুলে আছে
কদম ফুলের ডালে।