এ ধরণীর মাঝে স্বার্থগেছে মিশে
স্বার্থে যদি পরে টান
সবাই তখন ঘুরবে দুধের মাছি বেশে
স্বার্থ যখন যায় ফুরিয়ে
কেউ আসে না খবর নিতে
বিনা স্বার্থে এসে,এই ভুবনের মাঝে।
তোমার দুঃখ শুনবে না কেউ
করবে না আহা জারি
যতখন না পাড়ি দিবে তুমি
সফল্যের শীর্ষো নদী।
তোমায় নিয়ে ভাববে না কেউ
কোথাও পাবে না মান
যদি না থাকে অধিক তোমার মাল।
তোমার কথা মানবে না কেউ
যদি না থাকে ক্ষমতা তোমার।