গোধূলি বেলায় দেখেছি তোমায়
ওগো অপরূপা তোমার রূপে মুগ্ধ আমি
হৃদয়ে জমেছে এক অচেনা মায়া
মনে হয় তুমি আমার হাজার বছরের চেনা।
ইচ্ছে করে তোমায় নিয়ে পাড়িদি সাতসমুদ্র নদী
তুমি আমার মনের মাঝে রঙিন প্রজাপতি
তোমার চুলে বেঁধে দিবো রক্ত জবা ফুল
হাট থেকে এনে দিবো তোমার কানে দুল।
তোমায় নিয়ে ঘুরতে যাবো আচিন বহুদূর
সেখান থেকে কিনে দিবো তোমার নাকের ফুল।