রূপসী বাংলা
রুমানা আক্তার রত্না
বাংলার প্রকৃতির অপরূপ সাজে
হারিয়ে যায় মন দিগন্তের মাঝে।
বাংলায় হয় বছর বারোটি মাসে
দুটি করে মাস নিয়ে ঋতু নেমে আসে।
গ্রীষ্ম অপরূপ চারিদিকে ভরপুর রোদে
আম,কাঁঠাল পেকে পেকে গাছে ঝুলে থাকে।
বর্ষার বৃষ্টিতে চারিদিকে পানি থৈই থৈই
সকলের মাছ ধরার পরে হই চই।
বর্ষার বৃষ্টিতে নদী ভর পুর
শরৎতে ফোটে শত কাশফুল।
হেমন্তে চাষি থাকে হাসি খুশি
সকালে ঘাসের ডোগায় জমে হালকা শিশির।
শীত ঋতু অপরূপ চাদরে ঢাকি মুখ
খেজুরের রস খায় চুপেচুপে।
বসন্ত অপরূপ চারিদিকে ভরপুর ফুলে
ককিলে গান গায় সারা দুপুর।
ককিলের গান শুনে ভরে যায় মন
তাইতো বসন্তকে দেওয়া হয় রাজার আসন।