দুনিয়ার রং পালটে গেছে হায়
যে দিন ভায়ের বিয়ে দিতে গিয়ে
বলছে আমার মায়
এমন সুন্দর বউ আনবো
ঘর আলো করে
গুনের কথা এক বারো
তার পরেনি হায় মনে।
দুনিয়ার রং পালটে গেছে হায়
যখন থেকে বউ গুলো তার
শাশুড়ি কে কয়
আমার ছেলে ভুল করলে
শাসন করবে তার মায়
আপনি কেনো ছুটে আসেন।
ব্যাবসাটা কে হালাল জেনেও
করছে সবাই ছোটো
চাকুরি পেলে চেয়ার জেটে
চায়ের সাথে মিষ্টি
বিয়ে দিলে মেয়ে থাকবে
সুখে বাবা মার এ দৃষ্টি।
দুনিয়ার রং পালটে গেছে হায়
মসজিদেতে সেন্ডেল খুলে
যখন নামাজ পড়তে যায়
নামাজ শেষ এসে দেখি
সেন্ডেল আর নাই।
যে দিন থেকে মিথ্যা কথা
বলতে দিয়ে আর কাঁপে না বুক
সত্য কথা বলতে দিয়ে
হয়েছি আমার চুপ।
দুনিয়ার রং পালটে গেছে হায়
ফোনের মধ্যে আমরা এখন
বলছি কথা অবাধ
লজ্জা শরম উঠে গিয়ে
সমাজে পরছে প্রভাব।
শিক্ষা ক্ষেত্রে হয়ে গেছে আজ
প্রেমের একটা হাঁট
আর কত খাত বলব এমন
সব থাক ভাই পড়ে
সমাজ আজ ফেলেছি বদলে
আধুনিকতার ছোঁয়া দিয়ে।