রক্তাক্ত হৃদয়
রুমানা আক্তার রত্না

ভালোবাসা দিয়ে যারে
রেখেছিলাম মনের ঘরে
মনের খাঁচা  নিঃস্ব করে
চলে গেছে সে অনেক দূরে।

কষ্ট আজ হৃদয় জুড়ে
ব্যথায় নয়ন অশ্রু ঝরে
স্বপ্ন ভাঙ্গা হৃদয় নিয়ে
গুনছি প্রহর ক্ষণে ক্ষণে।

ভালোবাসায় হয়ে অন্ধ
করেছিলাম হাজার ও দ্বন্দ্ব
তবু পায়নি তরে পাসে
চলে গেছে সে অনায়াসে।

যার জন্য হৃদয় করেছি চূর্ণ
সে বুঝিনি হৃদয়ের মূল্য
দিয়ে গেছে শুধু দুঃখ
ভেঙেছে মোর সব স্বপ্ন।

চেয়েছিলাম তারে আপন করে
হয়নি ঠাঁই তার মনের কণে
ব্যথায় আজ নয়ন পোড়ে
গুনছি প্রহর ক্ষণে ক্ষণে ।