তিপ্পান্ন বছর পেরিয়ে আমি
আজ স্বাধীনতাকে খুঁজি,
কোথায় আমার নিরাপত্তার আইন
সবখানে নিঃসংশো ঝুঁকি!
অধিকার চাইতে গেলেই কেনো
রক্তঝরবে আজ রাজপথে?
ন্যায় উদ্দাম হাওয়া বয়তেই কেনো
বন্দী হতে হয় কারাগারে?
মুক্তিযুদ্ধোর চেতনা কী শেখালো
নিজের হয়ে বাঁচতে,
নিরীহ ছাত্র জনতার উপর ঝাঁপিয়ে
ঐদস্যু দানবের মত রুখতে!
স্বাধীনতা কী ঘোষণা বাক্যের নাম
নেই কী মোদের অধিকার?
তোমরা যারা বলছো মোদের রাজাকার
আচরণেই প্রকাশিত হলো
আজ তোমরা, বর্বর ইংরেজ পাকিস্তান।
আমাদের রক্তের স্রতে
এবার উঠবে পনেরোর শ্লোগানে ভেসে
আমার ভায়ের রক্তের বিনিময়ে
কোঠাহীন বাংলা চাই পেতে
নিজের গুণেই বসুক সবে
সমাজের সকল যোগ্য আসনে এসে।