নিভে গেলে জীবন নামের বাতি
হবে না কেউ সেই দিনের সাথী
মেলা হবে না আর আঁখি
দেখা হবে না আর স্বজন প্রীতি।
যার জন্য বির্সাজন দিয়েছিলাম সবনীতি
রাখলো না ধরে সেই আলোড়নকারী পৃথিবী
রেখে যাচ্ছি আজ সব স্মৃতি
নিয়ে যাচ্ছি শুধু সাদা সুতি।
দুইদিন পরে কেউ রাখবে না মনে
কান্নার রোল আর পরবে না ভেঙে
সবাই থাকিবে সবারই মতন
হাসি খুশিতে ভরাবে ভুবন।