আজকে আমরা ঘুমায় সবে
চোখের পাতা খুলে
আপন ঘরে লাগেনি আগুন
পাশের বাড়ির পুড়ে।
পাশের বাড়ির ছাই হইলে
আমার কিসের দায়
আমি হলাম আমার মত
নিজের টাকাই খায়।
নিজের কাজে ব্যস্ত থাকি
যাহয় তাই হোক
আমিতো নই সমাজ সেবী
আমার কিসের শোক।
আমার বাড়ি আমার ঘর
দিবি আছে ঠিক
অন্যের জন্য আমি কেনো
হবো দিক বেদিক ।
হঠাৎ দেখি সেই আগুনেই
আমার বাড়িও পোড়ে
পাশের বাড়ি ভাবতাম যদি
নিজের মনে করে।
ধরতে ধরতেই নিভাতাম যদি
আমার সবাই মিলে
হায়!পরস্বার্থে জীবন যদি
দিতাম উজাড় করে।
সবাই আজ থাকতো পারতাম
আপন ঘরে শুয়ে।
ঘর পরিবেশ সুস্থ থাকতো
আমরা থাকতাম সুখে।