জোছনা রাতি চাঁদের হাসি
নিস্তব্ধ পারা হৃদয় হারা
ঘুমহীন চোখে বসে আছে ভবে
সুখের অসুখে মরণাপন্ন হয়ে।
দিন রাত খেটে ক্লান্ত দেহটা
কোথাও পায়না মুখ
চাওয়া পাওয়া সব ধুলোয় ধুয়েছে
ছেড়েছি যেদিন পিতৃভূমি সুখ।
সুখের নামের অসুখে আমি
দিবানিশি প্রহর গুনি
অবগা করিনা কভু কথা তবুও
কথার ছুরিতে জখম হয় মন।
আজও আমার অভাবি পিতা
শোধদিতে পারেনি পণ।
তাইতো আজ দুবেলাই অন্ন-
ভেজে আমরা নয়ন জলে
অসুস্থ হলে হয়ে যায় আমি
সবার কাছে অভিনয়ের রানি।
এ বাড়ির বাঁশ বেত আর হাতা-খুনতি
আমায় পরশ করতে কভু ভুলিনি
তবুও সবার কাছে পরিচিত আমি
কর্ত্রা বাড়ির বউ রানি ।