আর কত কাল বন্দী হয়ে
থাকতে হবে গরাদে,
কোথায় আমার বীরসেনা ভাই
ফিরে এসো, এই ফিলিস্তিনের ময়দানে
টাইটাসের নেবুচাদ আর হিটলার বেশে।
আজ রক্তপাতের বাঁধ ভেসে যায়
আল আকসার প্রান্তরে,
অত্যাচারি দস্যু দানব জালিমগুলো
যুদ্ধনীতি ভঙ্গ করে, বৃদ্ধ নারী শিশুমারে
বন্দীনিদের নির্যাতনে কুকুর দিচ্ছে লেলিয়ে।
অবুঝ শিশু ভুখদহনে আর্তনাদে
অশ্রু ঝরে চোখ দিয়ে,
ইসরায়েলের গোলা বারুদের বর্ষণে
লাশের বন্য বয়ে চলেছে, ফিলিস্তিনির ভূমিতে।
এগিয়ে এসো দেশজনতা, জালিমদলের বিরুদ্ধে
ফিলিস্তিনকে মুক্ত করে, বিজয় কেতন উড়াতে।