কে তুমি মেয়ে এলোকেশে
দাঁড়িয়ে আছে নদীর ধারে
আমি! আমি অ,,,,রু!
কী দেখো মা, নদীর জলে,
এমনি ভাবে এক পলকে?
সুখ দেখিগো! সুখ,
কেমন করে ভাসিয়ে নিয়ে
দিয়ে গেলো আমায় দুখ।
সেই যে আমার ঘরের প্রদিপ
নিভলো দমকা হাওয়ায়,
সাধের জিনিস ভাসিয়ে গেলো
এই যমুনার ধারায়!
কানাই ছিলো খেলার সাথী
আমার ছোট ভাই।
বাপের সাথে ভাসায়ছি কত
এই যমুনায় নাও
ঘর হারালো বাপ হারালো
এই যমুনার জলে!
মা ও  নাকি নায়তে এসে
আর  ফেরেনি ঘরে।
আমায় কেনো নেই না বাবু
এই যমুনা টেনে!
এ সমাজের লোক যে আমায়
অনাথ অপয়া বলে ডাকে।