ইচ্ছে করে হারিয়ে যেতে
অচেনা এক দেশে
বিষাদমন আর রিক্ত বেদন
থাকতে দেয় না সুখে।

পকেট যখন শুন্য থাকে
ভুখের জ্বালায় মাথা ঘুরায়
অল্পতে যায় রেগে
এ কথাটা কেউ বোঝেনা
কেউ আসে না ছুটে।

হাজার রকম চিন্তা তখন
মাথায় বসে চেপে
রোগ শোক আর দূর্ঘটনা
আর ছাড়েনা পিছু।

অভাব আজ দিয়েছে দেখা
সবাই করেছে পর
কেউ আজ আর কয় না কথা
যদি চেয়ে বসি কোন বর।