উদার মনের মানুষ যারা
মনটা তাদের সাদা,
নিজের কথা ভাবার আগে
ভাবে অন্যের কথা।
কাজে কথায় দেয়না সে
কোনো মানুষকে ধোঁকা,
হিংসা বিদ্বেষ করেনা তাই
সবাই ভাবে বোকা।
বিপদে আপদে আস্ত রাখে
এক মাত্র খোদার,
তাইতো তার ঠোঁটে থাকে
হাসির রেখা সদা।
শক্ত কথা নরম ভাবে
বুঝতে পারে একা,
সমাজে আজ যায় না পাওয়া
উদার মানুষের দেখা।