কেউ এলো না বাসতে ভালো
          মনের মত করে
সারা জীবন রয়ে গেলাম
      একলা ঘরের কোণে।

মাঝে মধ্যে ইচ্ছা করে
     ছুটে পালায় বনে
তাও পারি না যেতে
    মায়ার বাঁধন ছেড়ে।

আকাশ পাতাল স্বপ্নদেখি কল্পনাতে
হয়নি দেখা আজও আমার  
তাহার সাথে এ রঙিন ভূবণ ঘুরে
একলা আমি রয়ে গেলাম
সারা জীবন ধরে।

কেউ এলো না বাসতে ভালো
   মনের মত করে
মাঝে মধ্যে মনটা আমার
   মেঘলা হয়ে উঠে।

কেউ বুঝেনা মনের বেথা
সবাই শুধু, রসিকতা করে
একলা আমি রয়ে গেলাম
   সারা জীবন ধরে।
কেউ এলো না বাসতে
ভালো মনের মত করে।