আষাঢ় গেলো চলে,উঠল রবি হেসে
কদম ফুলের পাপড়ি গুলো
সে-ওতো পরেছে খসে।
তবুও তোমার সাথে হলো না
দেখা এই বৃষ্টি মুখোর দিনে।
বিষণ্ণ্য ভরা মনে, পদ্মা বিলের পাড়ে
আজও আমি দাঁড়িয়ে থাকি
সঙ্গী-বিহীন ভাবে তোমার অপেক্ষাতে।
কেনো কর লুকোচুরি,
কেনো আর লেখোনা চিঠি?
তোমার কথা ভিষণ মনে পরে।
তোমার জন্য হৃদয় দুয়ার-
আজও রেখেছি খুলে।
সে ঊনিশ বছর কালে বাবা
যখন দিয়ে ছিলো তোমার হতে তুলে,
সেই হাতটা তুমি ও রাখলেনা ধরে!
জানো তবুও তোমায় মনে পরে।
দুই যুগ ধরে পার করে চলেছি
তোমার অপেক্ষাতে, স্মৃতি আগলে ধরে।