তুমি আমার খুব যত্নের
অনন্ত এক মায়া
সারা জীবন হতে চাই
তোমার চলার ছায়া।
তুমি আমার মনের মানুষ
রিক্ত হিয়ার হাসি
নিজের থেকেও বেশি আমি
তোমায় ভালো বাসি।
তোমার বুকে মাথা রেখে
দেখবে চাঁদের আলো
পাশে থেকে তুমি শুধুই
আমায় ভালো বেসো।
বিপদ বাঁধার সঙ্গী হয়ে
থাকবো পাশে আরো
তোমার মনের অপূর্ণ সাধে
নিজেকে উজার করে দেবো।
বিনিময়ে তুমি শুধুই
আমার হয়েই থেকো।