আকাশ জুড়ে ফুটলো যখন
লক্ষ কোটি তারা
জীবন থেকে হারিয়ে গেলো
একটি রঙিন বেলা।
সন্ধ্যা প্রদিপ নিভে গেলো
কেউ নিলো না খোঁজ,
অন্ন বিহীন কত মানুষ
এখানো ঘুমায় রোজ।
এই শহরের মানুষ আছে
নেই মানুষিকতার খোঁজ
শিক্ষা নিয়ে দেশ গড়েনা
সম্পদ গড়ে রোজ।
এই শহরের মানুষ গুলো
সত্য-মিথ্যা ভুলে গেছে
অন্যের সম্পদ নিজের করে
দিন কাটায় হেসে-খেলে।
পায়না আহার উদার পুরে
কাটছে যে দিন অনাহারে
কবে বলো মুক্তি পাবো
পূণ্য উদারে নিদ্রা যাবো।