অতিরিক্ত ভালোবাসি বলে, আজকে
আমার আবেগ গুলো
শুন্যে দিচ্ছো ফেলে, নানা কথার ছলে
অবহেলা করছো খুশিমনে।
আধুলি ভেবে রাখছো দূরে
যাচ্ছ একা ফেলে,
সেদিন এতো করে বলেছিলে
ভালোবাসি ভালোবাসি!
তবে আজ কেনো বলো
ভালোবাসার অনুভূতি কখনোই
আসেনা তোমার মনে?
তোমার দেওয়া কষ্টগুলো একদিন
সবি যাবে সয়ে,
তখন হয়তো থাকবো না আর
তোমার অপেক্ষায় রয়ে।
সেদিন তোমার সব অধিকার
হারিয়ে যাবে একনিমেশে
হাওয়ার মতো করে
বলবো যেদিন ভালোবাসিনা তোমাকে।