যে দিয়েছে দুঃখ তোমায়
ভেঙেছে তোমার মন
তার জন্য হতাশ হয়ে
কেনো ভাবছো সারা ক্ষোন।
যে বুঝেনি দুঃখ তোমার
রাখেনি তোমায় ভালো
তার জন্য বৃথায় তুমি
নিজেকে করছো এলোমেলো।
হয়তো তুমি তাকে ভেবে
যাচ্ছ ভুলে ভালো থাকারি মানে
সে কিন্তু বেড়ায় ঘুরে দিব্যি হাসিমুখে।
নিজের ভালো নিজেকেই রাখতে
বলেছে জ্ঞানী জনে।
সবাই তোমার সুখের সাথী
দুঃখের সাথী না
এ সমাজে ভালোবাসা নামে
মানুষগুলো করে প্রতারণা।
যায় জন্য দুঃখ পেয়ে
ভাঙছো তোমার বুক
সেকি আর রাখছে মনে তোমার মুখ
তার জন্য বৃথাই তুমি কষ্ট পাচ্ছ খুব।
ব্যাথতা কে গেলে ভুলে তুমিও
পাবে নতুন আলো মুখ।