নতুন বছর নতুন রূপে
আসুক ফিরে সবার মাঝে
দুঃখ গুলো হাওয়ায় ভাসুক
সবার মুখে হাসি ফুটুক।
অপূর্ণতার দুঃখ ঘুচুক
জীবন জুড়ে শান্তি নামুক
স্বজন সাথী পাশে থাকুক
অজস্র উল্লাসে বছর কাটুক।
ব্যার্থতার এই ব্যর্থা গুলো
হৃদয় কোণে কবর হোক
নতুন করে চলার পথ
সবার তরে সহজ হোক।